close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অফিস ঘেরাও প্রিপেইড বিদ্যুৎ মিটার চালুকরনের প্রতিবাদে নেসকো অফিস ঘেরাও কর্মসূচী বাস্তবায়ন।..

Mirza Mizanur Rahman Mizan avatar   
Mirza Mizanur Rahman Mizan
অফিস ঘেরাও
প্রিপেইড বিদ্যুৎ মিটার চালুকরনের প্রতিবাদে নেসকো অফিস ঘেরাও কর্মসূচী বাস্তবায়ন।..

#অফিস ঘেরাও
প্রিপেইড বিদ্যুৎ মিটার চালুকরনের প্রতিবাদে নেসকো অফিস ঘেরাও কর্মসূচী বাস্তবায়ন।

#সচেতন নাগরিক ফোরাম
আজ ০২/০৭/২৫ তারিখ সচেতন নাগরিক ফোরাম, ঈশ্বরদী আয়োজনে সকাল ১০.৩০ ঘটিকার সময় নেসকো অফিস সংলগ্ন বিদ্যুৎতের ডিজিটাল কারচুপি রোধে প্রিপেইড মিটার চালুকরনের সিদ্ধান্তকে প্রতিবাদ করে নেসকো অফিস, ঈশ্বরদী ঘেরাও করে প্রতিবাদী বক্তব্য দেন বক্তারা। ঘেরাও কর্মসূচী প্রোগামে প্রধান আহবায়ক হয়ে বক্তাব্য দেন সচেতন নাগরিক ফোরামের আহবায়ক মোঃ রাজিবুল আলম ইভান, আরও বক্তব্য দেন সচেতন নাগরিক ফোরামের অন্যতম উপদেষ্টা রেজাউল রেজা।।ঈশ্বরদী সচেতন নাগরিক ফোরামের বক্তারা বলেন স্বৈরাচারী হাসিনার আমলের সিদ্ধান্তকে ঈশ্বরদীর সচেতন জনগন কোন ভাবেই মেনে নিবে না। নেসকোর যেসকল কর্মকর্তারা এই সিদ্ধান্ত  বাস্তবায়নের জন্য কাজ করার সাথে জড়িত তাদের হুশিয়ার করে বলেন প্রিপেইড মিটার কোন গ্রাহকের বাড়িতে সংযোগ দিতে গেলে কঠোর ভাবে প্রতিহত করা হবে। এমনকি পিঠের চামড়া শক্ত করে যাওয়ার কথা উল্লেখ করে বলেন আমরা সচেতন নাগরিক ফোরাম কোন ভাবেই সরকারী স্থাপনায় হামলা ভাঙ্গচুরে বিশ্বাসী নয়। আমরা এই স্বৈরাচার আমলের সিদ্ধান্ত বাস্তবায়নকারী কর্মকর্তাদের প্রতিহত করতে যেকোন সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator