close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

অধিনায়কের ৮২ বলে সেঞ্চুরি সত্ত্বেও হেরে গেল ইংল্যান্ড ওয়ানডেতে!..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
সফররত ইংল্যান্ড বনাম (স্বাগতিক) নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওডিআই ক্রিকেট সিরিজের ১ম ম্যাচ।..

আজ (২৬ অক্টোবর) নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হয় উভয় দল। টসে জয়লাভ করে স্বাগতিকরা এবং তারা ইংলিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। 

ইংল্যান্ড তাদের ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে। একপর্যায়ে তাদের দলীয় মাত্র ৫৬ রানেই ৬ উইকেট পড়ে যায় (১১.৩ ওভারে)! তারপর ৭ম উইকেটে দলনায়ক হ্যারি ব্রুক ও জেমি ওভারটনের মধ্যে ৮৭ রানের জুটি হয় ৮৬ বলে। এবং শেষ উইকেটে; অর্থাত ১০ম জুটিতে ব্রুক লুক উডকে নিয়ে ৫৭ রান যোগ করেন মাত্র ৩২ বলে! ইংলিশদের ইনিংস শেষ হয় ২২৩ রানে তাও আবার মাত্র ৩৫.২ ওভারেই! 

ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক এ ম্যাচে তার ২য় ওডিআই শতক পূর্ণ করেন মাত্র ৮২ বলে! ৯ টি বাউন্ডারি এবং ১১ টি ছক্কার মাধ্যমে তার একক লড়াইয়ের ইনিংসটি শেষ হয় ১০১ বলে ১৩৫ রানে গিয়ে। এছাড়া ওভারটন করেন ৪৬ (৫৪) রান। নিউজিল্যান্ডের জাকারি ফোকস্ ৪টি ও জ্যাকব ডাফি ৩টি উইকেট নেন। 

কিউই দল ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ড্যারিল মিচেলের ৭৮* (৯১) এবং মাইকেল ব্রেসওয়েলের ৫১ (৫১) রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৬.৪ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে। ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি উইকেট লাভ করেন। 

স্বাগতিক দল ৪ উইকেটের এ জয়ের মাধ্যমে সিরিজে ১-০ তে এগিয়ে গেল। দল হেরে গেলেও ম্যাচসেরা হিসেবে মনোনীত হন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক তার দুর্দান্ত ইনিংসের জন্য। 

 

[ক্রিকবাজ।]

Geen reacties gevonden


News Card Generator