আজ (২৬ অক্টোবর) নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হয় উভয় দল। টসে জয়লাভ করে স্বাগতিকরা এবং তারা ইংলিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায়।
ইংল্যান্ড তাদের ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে। একপর্যায়ে তাদের দলীয় মাত্র ৫৬ রানেই ৬ উইকেট পড়ে যায় (১১.৩ ওভারে)! তারপর ৭ম উইকেটে দলনায়ক হ্যারি ব্রুক ও জেমি ওভারটনের মধ্যে ৮৭ রানের জুটি হয় ৮৬ বলে। এবং শেষ উইকেটে; অর্থাত ১০ম জুটিতে ব্রুক লুক উডকে নিয়ে ৫৭ রান যোগ করেন মাত্র ৩২ বলে! ইংলিশদের ইনিংস শেষ হয় ২২৩ রানে তাও আবার মাত্র ৩৫.২ ওভারেই!
ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক এ ম্যাচে তার ২য় ওডিআই শতক পূর্ণ করেন মাত্র ৮২ বলে! ৯ টি বাউন্ডারি এবং ১১ টি ছক্কার মাধ্যমে তার একক লড়াইয়ের ইনিংসটি শেষ হয় ১০১ বলে ১৩৫ রানে গিয়ে। এছাড়া ওভারটন করেন ৪৬ (৫৪) রান। নিউজিল্যান্ডের জাকারি ফোকস্ ৪টি ও জ্যাকব ডাফি ৩টি উইকেট নেন।
কিউই দল ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ড্যারিল মিচেলের ৭৮* (৯১) এবং মাইকেল ব্রেসওয়েলের ৫১ (৫১) রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৬.৪ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে। ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি উইকেট লাভ করেন।
স্বাগতিক দল ৪ উইকেটের এ জয়ের মাধ্যমে সিরিজে ১-০ তে এগিয়ে গেল। দল হেরে গেলেও ম্যাচসেরা হিসেবে মনোনীত হন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক তার দুর্দান্ত ইনিংসের জন্য।
[ক্রিকবাজ।]
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			