close

লাইক দিন পয়েন্ট জিতুন!

অবসর থেকে ফেরার সিরিজেই ২৩৯! এবং একইসাথে ৭০০০ রানের মাইলফলকে কুইন্টন ডি কক।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২ বছর পর ফিরেই "সিরিজ সেরা" হলেন দঃ আফ্রিকার বাঁহাতি ওপেনার কুইন্টন ডি কক!..

টি-টুয়েন্টির পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে (২-১) জিতে নিল স্বাগতিক পাকিস্তান। গতকাল (৮ নভেম্বর) একই ভেন্যু (ফয়সালাবাদ)-এ সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকরা ৭ উইকেটে পরাজিত করে প্রোটিয়াদের। তিন ম্যাচের এ ওডিআই সিরিজের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে ঐ ফয়সালাবাদে। 

স্বাগতিক দল এ সিরিজে জয়লাভ করলেও (সিরিজের) সবচেয়ে আলোচিত দিক হলো, দীর্ঘ (প্রায়) ২৪ মাস পর অবসর থেকে ওডিআই ক্রিকেটে প্রত্যাবর্তন করা দক্ষিন আফ্রিকার বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এবং উইকেটকিপার কুইন্টন ডি ককের পারফর্মেন্স। 

ডি কক গতকাল দলীয় সর্বোচ্চ ৫৩ রান করার পথে তার ৩২ তম ওডিআই ফিফটি পূর্ণ করেন। তারচেয়েও বড় ব্যাপার তিনি কাল (ওয়ানডেতে) তার ৭০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। এর আগে সিরিজের ২য় ম্যাচে ডি কক তার ২২ নম্বর (ওডিআই) সেঞ্চুরি হাঁকিয়ে ১২৩ রানে নট আউট থাকেন। যার ফলে সেই ম্যাচে তার দল ২৬৯ রান তাড়া করে জয় পায় মাত্র ২ উইকেট হারিয়ে! 

৩ ম্যাচের এ সিরিজে কুইন্টন ডি ককের ইনিংসগুলো হলো- ৬৩ (৭১), ১২৩* (১১৯), ৫৩ (৭০)। অর্থাত, (২টি অর্ধশত ও ১টি শতক সহ) মোট ২৩৯ রান। সিরিজের প্রত্যেকটি ম্যাচে তিনি ছিলেন দলীয় সর্বোচ্চ স্কোরার! এরকম পারফর্ম প্রদর্শনের পর (তার দল সিরিজ হেরে গেলেও) তাকেই সিরিজের সেরা খেলোয়াড় মনোনীত করা হয়। 

 

[তথ্যঃ ক্রিকবাজ।]

Hiçbir yorum bulunamadı


News Card Generator