রোববার (২৯ জুন) রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। অভিযানে তাকে সহায়তা করে রৌমারী থানা পুলিশ।
অর্থদণ্ডপ্রাপ্ত বাবুল হোসেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা এলাকার আমিনুল ইসলামের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্জ্বল কুমার হালদার বলেন, রোববার বিকেলে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরে বহন করার অভিযাগে উপজলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় ট্রাক্টর।
তিনি আরও বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টরে বহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয় হয়।



















