close

লাইক দিন পয়েন্ট জিতুন!

‘অভিশপ্ত’ পুতুল বাড়িতে আনতেই অঘটন, তা পুড়িয়ে ফেললেন ভারতী!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং দাবি করেছেন, ‘লাবুবু’ নামের অদ্ভুত চেহারার একটি পুতুল ঘরে আনার পর তার পরিবারে অস্বাভাবিক পরিবর্তন ঘটতে শুরু করে।..

ভ্লগে তিনি জানান, পুতুলটি আসার পর তার সাড়ে তিন বছরের ছেলে গোলার আচরণে হঠাৎ পরিবর্তন আসে—দুষ্টুমি বেড়ে যায়, কথা শোনে না, জিনিসপত্র ছুড়ে ফেলে ও চিৎকার করে। ভারতীর মতে, ঘরে যেন নেতিবাচক শক্তি ভর করেছিল।

তিনি জানান, আতঙ্কে শেষমেশ পুতুলটি বারান্দায় নিয়ে পুড়িয়ে ফেলেন। তবে আগুন ধরাতে কয়েকবার চেষ্টা করতে হয়, যা দেখে স্বামী হর্ষ লিম্বাচিয়া মজা করে বলেন, মনে হচ্ছে এর ভেতরে আত্মা আছে। শেষ পর্যন্ত পুড়িয়ে ফেলার পর ভারতী বলেন, অনেকেই একে শয়তান বলেছেন, কেউ ভাঙতে বলেছেন, কেউ পুড়াতে বলেছেন—আমি ব্যাগে করে ঘুরতাম, কিন্তু আজ পুড়িয়ে ফেললাম।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ ভারতীকে কুসংস্কারাচ্ছন্ন বলে সমালোচনা করেছেন, কেউ আবার তার উদ্বেগের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। ভারতী নিজেও স্বীকার করেছেন, তিনি অন্ধবিশ্বাসী।

‘লাবুবু’ ডল একটি বিদেশি কার্টুন চরিত্র থেকে অনুপ্রাণিত পুতুল, যার অস্বাভাবিক চেহারা ও সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম ট্রেন্ডের কারণে এটি ভারতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভারতীর এই অভিজ্ঞতা সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

No comments found