টেস্টে আগে থেকেই আছেন নাজমুল শান্ত। তবে নতুন করে আরো এক বছরের জন্য এই সংস্করণের দায়িত্ব পেয়েছেন। মিরাজের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি আজ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিত মাধ্যমে নিশ্চিত করে বোর্ড৷
নাজমুল শান্ত কিংবা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মাঝে মাঝে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির সভায় পরিচালকদের কাছ থেকে আসা তিন সংস্করণে তিন অধিনায়কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম।
২০১৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন মিরাজ। তাকে মাঝে মাঝে ভবিষ্যত অধিনায়ক প্রায় সময় ভাবা হতো, কিন্তু ৯ বছরের ক্যারিয়ারে এই প্রথম আনুষ্ঠানিক অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে শারজায় একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন মিরাজ। এরপর ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট ও তিন ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন এই অলরাউন্ডার।