close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ওয়াজেদ মিয়া স্মরণে নাগরপুরে ফুটবল উৎসব

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
ওয়াজেদ মিয়া স্মরণে নাগরপুরে ফুটবল উৎসব

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আজ শনিবার (২৮ জুন ২০২৫) বিকেল ৪টায় টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম ওয়াজেদ মিয়া স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দুয়াজানী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ শাহ আলম মিয়া।

ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া রাজপথের সাহসী নেতৃত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান আতিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিজ উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সাদিকুর রহমান সাদিক, জেলা ছাত্রদলের সদস্য ও জেলা আইন ছাত্র ফোরামের সদস্য সচিব মোঃ আজাদ মিয়া এবং ভাদ্রা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুর রহমান।

স্থানীয় ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে জমজমাট এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আয়োজকবৃন্দ জানান, ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।

没有找到评论


News Card Generator