close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নতুন সংবিধান রচনার দাবিতে কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

নতুন সংবিধান রচনার দাবিতে কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামে আয়োজিত এই বৈঠকে গণপরিষদ নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার এবং একটি নতুন সংবিধান রচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করা হয়।

বৈঠকে এলাকার মুরব্বি, নারী, যুবক ও কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব। তিনি বলেন, “দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিচার ব্যবস্থা হবে স্বাধীন এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে।” তিনি উপস্থিত সকলের কাছে তাদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে তা জানতে চান এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির কালীগঞ্জ থানার প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া। বক্তারা বলেন, তৃণমূল মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে এবং তাদের মতামত জানতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে উপস্থিত গ্রামবাসীও তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, গাজীপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইফ আহমেদ ও সদস্য সৈকতসহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দেশজুড়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

মোঃ ওমর আলী মোল্যা 

মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩

কালীগঞ্জ গাজীপুর।

 

نظری یافت نشد