close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নতুন কাজ করেছে রাস্তায়। এখনই খুব বেহাল দশা।

MD hasib Peskear avatar   
MD hasib Peskear
সরকারি রাস্তায় যে বাজেট প্রণয়ন করা হয়েছে ।
তা আওয়ামী সরকারের। লোকেরা লুটেপুটে খেয়ে রাস্তা করেছে অর্ধেক।..

স্থানীয় লোকেরা জানান। যে বিগত আওয়ামী সরকারের আমলে। এই রাস্তার কাজ শুরু হয়। এবং বাজেট প্রণয়ন করা হয়। যে বাজেট প্রণয়ন করা হয়েছে। তাও আমি সরকারের। নেতাকর্মীরা লুটেপুটে খেয়ে চলে গেছে দেশ ত্যাগ করে। এদিকে রাস্তার বেহাল দশা করে তারা দূরে চলে গেছে। তাদের কোনো এখন আর খোঁজ নেই।

স্থানীয় জনগণ বলেন এই রকমের কাজ যেন। ভবিষ্যতে কোন জায়গায় না হয়। 

Không có bình luận nào được tìm thấy