close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে ট্রেড লাইসেন্স নিতে গিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে দা’র কোপে প্রাণ হারালেন যুবক..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে ট্রেড লাইসেন্স নিতে গিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে দা’র কোপে প্রাণ হারালেন যুবক..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভয়াবহ দা’র কোপে শাহীন মিয়া (৩২) নামে এক স্যানিটারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া মেঝেরকান্দি গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে এবং হাসনাবাদ বাজারে একটি স্যানিটারি দোকানের মালিক ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক শামীম (৪০) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহীন মিয়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এসেছিলেন। হঠাৎ সেখানে অবস্থানরত শামীম কোনো ধরনের পূর্ব বিরোধ ছাড়াই তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “শামীম দীর্ঘদিন ধরে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে আসছিলেন। তিনি একজন মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ বলে স্থানীয়দের ভাষ্য। এর আগেও তিনি কয়েকবার লোকজনের ওপর চড়াও হয়েছিলেন।”

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ শামীমকে আটক করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন—একটি ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় কীভাবে একজন বিকারগ্রস্ত ও আগ্রাসী মানুষ দিনের পর দিন অবস্থান করতেন?

স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ইউনিয়ন পরিষদসহ সকল সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।

Inga kommentarer hittades