নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণ: রাইড শেয়ার মোটরসাইকেল চালক গ্রেপ্তার..

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

গৌরব সাহা, জেলা প্রতিনিধি, Eye News Bd , নরসিংদী

 

নরসিংদী: রাইড শেয়ারিংয়ের সুযোগ নিয়ে নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের ঘটনায় মোটরসাইকেল চালক শাহপরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১ জুন) তাকে আদালতে হাজির করলে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি।

 

এর আগে শনিবার (৩১ মে) গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পলাশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাহপরান (৩০) কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী দক্ষিণ পাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, ২৮ মে বিকেলে চিকিৎসার উদ্দেশ্যে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে উঠেছিলেন এক সন্তানের জননী ভুক্তভোগী নারী। রাত সোয়া ৯টার দিকে চালক শাহপরান তাকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা এলাকার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত একটি নির্জন স্থানে নিয়ে যায়।

 

সেখানে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করার পাশাপাশি তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় শাহপরান। পরে তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে স্বজনদের নিকট থেকেও অর্থ আদায় করে।

 

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের ভিত্তিতে পলাশ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ২৯ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহপরানকে প্রধান আসামি করে ও অজ্ঞাতনামা আরও দুই সহযোগীর বিরুদ্ধে পলাশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

 

ঘটনার পর নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নির্দেশে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে কেরানীগঞ্জ থেকে পলায়নরত শাহপরানকে গ্রেপ্তার করা হয়।

 

রোববার (১ জুন) তাকে আদালতে হাজির করলে সে দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

Hiçbir yorum bulunamadı