close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরি

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে পৌর এলাকার বাসাইলের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়।

নিখোঁজ শিশুটি শিবপুর উপজেলার বাড়ৈআলগী গ্রামের অটোরিকশাচালক শরীফ মিয়া ও মিথিলা বেগম দম্পতির। পরিবার অভিযোগ করেছে, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে মিথিলা একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরদিন দুপুরে হাসপাতালের কেবিন থেকে হঠাৎ নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান জানান, মিথিলার স্বজন পরিচয়ে এক নারী হাসপাতালে প্রবেশ করেন। স্বজনরা উপস্থিত থাকা অবস্থায়ই নবজাতকটি নিখোঁজ হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা এক অজ্ঞাতপরিচয় নারী আঁচলের নিচে কিছু লুকিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করছেন। ধারণা করা হচ্ছে, তিনি নবজাতকটিকে চুরি করে নিয়ে গেছেন।

নরসিংদী মডেল থানার এসআই অনিক কুমার গুহ বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নবজাতক উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

لم يتم العثور على تعليقات