close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নরসিংদীতে বিএনপির সংগঠনে আরও গতি আনতে খায়রুল কবির খোকন ও মঞ্জুর এলাহীর নেতৃত্বে এগিয়ে......

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে বিএনপির সংগঠনে আরও গতি আনতে খায়রুল কবির খোকন ও মঞ্জুর এলাহীর নেতৃত্বে এগিয়ে......

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী জেলা বিএনপির নতুন সভাপতি হিসেবে খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুর এলাহী নির্বাচিত হয়েছেন।  

২৬ এপ্রিল শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় গোপন মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌর পর্যায়ের সুপার ফাইভ প্রতিনিধি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচন হয়।  
সভাটি ছিল প্রাণবন্ত, পরিপূর্ণ ও ঐক্যবদ্ধ অংশগ্রহণে ভরপুর।  

নতুন নেতৃত্বের ঘোষণা দেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।  
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  
সভা পরিচালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।

এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত নেতা সাত্তার পাটোয়ারী।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, খায়রুল কবির খোকন ও মঞ্জুর এলাহীর নেতৃত্বে সংগঠনে আসবে নতুন গতি ও শক্তি।  
বিশ্লেষকরা বলছেন, এই নেতৃত্ব বদলের মাধ্যমে নরসিংদী জেলা বিএনপি সামনে এগিয়ে যাওয়ার এক নতুন অধ্যায় শুরু করল।

لم يتم العثور على تعليقات