close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘কিডস রান ফেস্টিভ্যাল ২০২৫’..

Gourob Shaha avatar   
Gourob Shaha
রিপোর্টার: গৌরব সাহা, জেলা প্রতিনিধি, আই নিউজ বিডি, নরসিংদী

নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো আয়োজন করা হলো খুদে শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ‘নরসিংদী কিডস রান ফেস্টিভ্যাল ২০২৫’।

 

সোমবার (৯ জুন) ভোর ৬টায় আশারামপুর গেইট বাজার থেকে আশারামপুর গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন এবং আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার।

 

রায়পুরা রানার্স কমিউনিটি ও নরসিংদী রানার্স এর যৌথ উদ্যোগে আয়োজিত এই আয়োজন দেখতে সড়কের দু’পাশে হাজারো দর্শক জড়ো হন। ছোট ছোট শিশুদের দৌড় দেখতে দেখতে এলাকাবাসী আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন।

 

আয়োজকেরা জানান, ‘রান ফর এডুকেশন, রান টু সেভ চিলড্রেন’—এই মানবিক ও সচেতনতামূলক স্লোগান সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক শিশু প্রতিযোগিতায় অংশ নেয়। বয়সভিত্তিক দুইটি ক্যাটাগরিতে বিভক্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২ থেকে ১২ বছর বয়সী শিশুরা।

 

বিজয়ীদের তালিকা:

 

২ থেকে ৬ বছর বয়সী ক্যাটাগরিতে:

🥇 প্রথম: সামিত হাসান

🥈 দ্বিতীয়: আদিব সিকদার

🥉 তৃতীয়: আমির হামজা

 

৬ থেকে ১২ বছর বয়সী ক্যাটাগরিতে:

🥇 প্রথম: রাদিব খান

🥈 দ্বিতীয়: সায়মা আক্তার

🥉 তৃতীয়: সাদ্দাম হোসেন

 

শিশুদের অভিব্যক্তি:

 

প্রতিযোগী শিশু নিসাত রাফিসা, তাসমিয়া, মেহজাবিন, আরিশা, নুসায়ফা জান্নাত বলেন, “দুই শতাধিক প্রতিযোগীর মধ্যে অংশগ্রহণ করে আমরা খুব আনন্দিত। ভবিষ্যতে প্রতিবছর এমন আয়োজন হোক, এটাই আমাদের প্রত্যাশা।”

 

অভিভাবকদের অভিমত:

 

অভিভাবক সুমি আক্তার ও হুমায়ুন বলেন, “নরসিংদীতে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের সন্তানদের নিয়ে এতে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর।”

 

আয়োজকদের বক্তব্য:

 

আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার বলেন, “এই প্রথমবার আমরা নরসিংদীতে শিশুদের জন্য পূর্ণাঙ্গ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করেছি। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০ শিশু এতে অংশ নেয়—যা আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

 

প্রশাসনের সমর্থন:

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, “রায়পুরায় এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। শিশুদের স্বাস্থ্য ও মানসিক বিকাশে এমন কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। রায়পুরাকে বিশ্বের দরবারে নতুনভাবে তুলে ধরতে আমরা একসঙ্গে কাজ করছি। ইতোমধ্যে অক্টোবর মাসের ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।”

 

অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

#নরসিংদী #রায়পুরা #কিডসরানফেস্টিভ্যাল২০২৫ #নরসিংদীকিডসরান #শিশুম্যারাথন #রানফরএডুকেশন #রানটুসেভচিল্ড্রেন #রায়পুরারানার্স

No se encontraron comentarios