close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নরসিংদী মাধবদীতে সাড়াশি অভিযান, ১২ লাখ টাকার গাঁজা উদ্ধার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদী মাধবদীতে সাড়াশি অভিযান, ১২ লাখ টাকার গাঁজা উদ্ধার

রিপোর্টার মেহেদী হাসান: নরসিংদীর মাধবদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গোপন চেম্বারে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি চেম্বারযুক্ত পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার পুলিশ খনমর্দী বায়তুল আমান জামে মসজিদের পাশের পাকা রাস্তায় অবস্থান নেয়। ওই সময় একটি সন্দেহভাজন নীল-হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির বডির নিচে কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ৬০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এই মাদক পাচারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার দু’জন যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মোঃ খোকন মিয়া (২৫), পিতা: মৃত মতি মিয়া, সাং: ধামাউরা, থানা: সরাইল ও অন্য জন মোঃ নিরব আহম্মেদ (১৯), পিতা: সাইদুর রহমান, সাং: আহরন্দ, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তাকে সহায়তা করেন এসআই আল আমিন, এসআই জসিম উদ্দিন এবং এএসআই সাজ্জাদ হোসেন।

মাধবদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি নজরুল ইসলাম।

এ ধরনের বড় মাদক চালান উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন দৃঢ় অবস্থান যুব সমাজকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও প্রত্যাশা করেন, এ ধরনের অভিযান আরও বাড়ানো হোক।

Walang nakitang komento