close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নৌরুটে চাঁদাবাজির অভয়ারণ্য

Mohammad Masudur Rahman  Talukder avatar   
Mohammad Masudur Rahman Talukder
****

ঢাকা জেলার কোল ঘেঁষে সাভার উপজেলাধীন কাউন্দিয়া ইউনিয়নের পাঁচকানি নৌকাঘাট যেন চাঁদাবাজদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এখানের তুরাগ নদ দিয়ে প্রতিদিন অসংখ্য মালবাহী কার্গো এবং ছোট ছোট মালবাহী নোকা চলাচল করে।এ সকল নৌকা হতে প্রতিদিন একটি সিন্ডিকেট চক্র চাঁদাবাজি চালায়।কার্গো নৌকার মাঝ নদীতে নৌকা থামিয়ে জোর পূর্বক চাঁদা আদায় করা হয়।জানতে চাইলে বলা হয় বি আই ডব্লিউ টি হতে ইজারা নেয়া হয়েছে এই ঘাট ও নদী। বেশির ভাগ নৌকা গাবতলি ব্রিজ পার হওয়ার পরই চাঁদা আদায় করা হয়।অপরদিকে আদায় রশিদ হিসেবে দেয়া হয় কর্নপাড়া-কোন্ডা এলাকার রশিদ কপি।

ঘাট শমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন যে, তারা অসহায়।এর থেকে তারা পরিত্রান চান।স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, তারা এ ব্যাপারে কোন  লিখিত অভিযোগ পাননি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন বলে আশ্বাস দেয়া হয়।

 

没有找到评论