জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন দীর্ঘদিন ধরে ছাত্র-অধিকার, শিক্ষার্থীদের সংগঠন ও নেতৃত্ব বিকাশে কাজ করে আসছেন। তার মতে, নোসাব কোনো দলীয় প্ল্যাটফর্ম নয়, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ লক্ষ শিক্ষার্থীর একটি ঐক্যের প্রতীক।
বিল্লাল হোসাইন বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায় ও মর্যাদা নিশ্চিত করা। নোসাব শিক্ষার্থীদের কল্যাণে একটি নিরাপদ ছায়া হয়ে কাজ করবে।”
তিনি আরও বলেন, “একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন এর নেতৃত্ব আদর্শবান, সৎ এবং দায়িত্বশীল হয়। আমরা সেই নীতিতেই কাজ করে যাচ্ছি।”
বিল্লাল হোসাইন বিশ্বাস করেন, শিক্ষা, মানবিকতা ও নেতৃত্বের সমন্বয় ঘটিয়েই একটি উন্নত এবং সু-শিক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব।
তিনি বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী শুধু ডিগ্রিধারী নয়, বরং মানবিক, সচেতন, দায়িত্বশীল এবং প্রতিবাদী নাগরিক হোক।”
নোসাবের এই তরুণ নেতা প্রতিশ্রুতি দেন, সংগঠনটি যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখে, সে জন্য তিনি কাজ করে যাবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়মের বিরুদ্ধে ও নোসাবের ভূমিকা থাকবে অপরিসীম।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			