বৃহস্পতিবার (২২ মে) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিভিএ ওয়ার্কিং কমিটির পরিচালনায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপি এর সহযোগিতায় এই কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়।
সভায় ধামইরহাট উপজেলার আটটি ইউনিয়নের ২১ টি কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহীতা, শিশু ও যুবক, সাংবাদিকবৃন্দ, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দর অংশগ্রহণে কমিউনিটি ক্লিনিক গুলোর বর্তমান সমস্যা, সেবার মান উন্নয়ন, ঝুকিপূর্ণ ক্লিনিকগুলোর সংস্কার এবং সংস্কারযোগ্য ক্লিনিক চিহ্নিত করনের পাশাপাশি সংকট সমাধানের জন্য উন্মুক্ত আলোচনায় করণীয় নির্ধারন করা হয়। এসময় ওয়ার্ল্ড ভিশন সেবাগ্রহীতাদের পক্ষে সেবার বিভিন্ন মান ও তাদের চাহিদা স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দের কাছে তুলে ধরে।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর এরিয়া ম্যানেজার ম্যানুয়েল হাজদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার, নাথন চৌকিদার, সিনিয়র প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মাহফুজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো.আব্দুর রাজ্জাক, খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি ও সেবা গ্রহীতাগণ।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি ক্লিনিক কর্ম পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত..


نظری یافت نشد