close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নওগাঁর ধামইরহাটে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান ..

মো. রিফাতুল হাসান চৌধুরী avatar   
মো. রিফাতুল হাসান চৌধুরী
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থী সুজয় রবিদাসকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ..

 বুধবার (২৮ মে) বিকেল পাঁচটায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দক্ষিন চকযদু গ্রামের দুধনাথ রবিদাস মিনতা এর মেধাবী সন্তান সুজয় রবিদাসকে পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুজয়ের উচ্চ শিক্ষা অর্জনে তার বাবার হাতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এক কালিন ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার।

 ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার বলেন, সুজয় রবিদাস রুয়েট এবং বুয়েটে চান্স পেয়েছিল কিন্তু রুয়েটে তার পছন্দের বিষয় পাওয়ায় সে বুয়েটে ভর্তি না হয়ে রুয়েটে ভর্তি হয়। সুজয় রবিদাসের বাবার আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার ফান্ড থেকে তাকে এই সহযোগিতা করা হয়।
 

সুজয়ের বাবা দুধনাথ রবিদাস মিনতা জানান, বাজারে ছোট্ট একটি খোলা ঘরে তিনি অতি ক্ষুদ্র একটি ব্যবসা করেন। সমাজের শিক্ষানুরাগী বিত্তশালীদের তার মেধাবী সন্তানের জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে আহবান জানান।

 এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, আইসিটি অফিসার মহিউদ্দিন ভুইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা সকল কুমার মন্ডল, অফিস সহকারী মো. ফারুক হোসেন প্রমুখ।
 

Không có bình luận nào được tìm thấy