close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ ..

বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা-
    • মো. জুয়েল ও জাহের আলী (পিতা: শুকুর আলী, আরজী নওগাঁ মণ্ডলপাড়া)
    • সুরুজ মিয়া (পিতা: হাসান মিয়া, আরজী নওগাঁ উত্তরপাড়া)
    • রতন মণ্ডল (পিতা: আব্দুস সাত্তার, চকপ্রসাদ এলাকা)
    • সাইফুল ইসলাম (পিতা: বেদারুল ইসলাম, উত্তরপাড়া পবা মসজিদ এলাকা)
    • আব্দুর রশিদ (পিতা: মৃত শাহজাহান, খানপুর, দুপচাচিয়া, বগুড়া)
তাদের মধ্যে জাহের আলী পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় নিজের অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি ভজন দেবনাথ সজল। পরদিন সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে কচুরি পানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা ভূপেন্দ্রনাথ দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় অভিযুক্ত সান্তাহারের আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুনছুর আলী রায়কে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।

No comments found