নওগাঁ পলিটেকনিক ইন্সটিউট এর শিক্ষার্থীরা কোটা সংস্কারণের আদেশ বাতিলের দাবিতে সড়ক অপরাধ করে বিক্ষোভ করেন।
বুধবার (১৯মার্চ) সকাল ১১ টায় শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবি সম্প্রতি এক রায়ের ক্রাফট ইনস্ট্রাক্টর পদে ৩০ শতাংশ কোটা সংস্করণের আদেশ দেয়া হয়েছে, যা প্রকৃত ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের বাধা সৃষ্টি করবে। অবিলম্বে আদেশ বাতিলের দাবি জানান তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা সড়কের উপর বসে পড়লে শহরের বিভিন্ন এলাকা তীব্র যানজট সৃষ্টি হয় ১ ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে তারা হুঁশিয়ারি দেন, দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।



















