close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ০১

MD Arafat Ali avatar   
MD Arafat Ali
নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা এক বালুবোঝাই ট্রাককে আরেক পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক।..

 

 

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী এক বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের এক পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা অপর পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপার নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

মান্দা থানার ওসি মো. মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

Geen reacties gevonden