close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নোবেলের সাথে নানা জায়গায় দেখা গেছে অভিযোগকারিণী সেই তরুণীকে..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ধর্ষণ, নির্যাতন ও পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে পাল্টা দাবি উঠেছে। ২১ মে দুপুরে তার অফিসিয়াল ফেসবুক পেজের এক অ্যাডমিনের..

পোস্টে বলা হয়েছে, অভিযোগকারিণী  নোবেলের সঙ্গে নিয়মিত  বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করতেন এবং মঞ্চেও উপস্থিত ছিলেন। ‘যদি সাত মাস আটকে রাখা হতো, তাহলে এত বড় জনসম্মুখে সে  কিভাবে উপস্থিত থাকত এবং কেন কাউকে কিছু বলে নি?’ প্রশ্ন তুলেছেন অ্যাডমিন। 

একই সঙ্গে পোস্টে ‘মহামায়া’ গানের রেকর্ডিংয়ের সময় তোলা একটি ছবি দেখানো হয়েছে যেখানে অভিযোগকারিণীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে বলা হয়েছে, ‘সাত মাস ধরে আটক থাকার মতো কোনো প্রমাণ নেই।’ 

মামলার প্রেক্ষাপটে জানা গেছে, অভিযোগকারিণী ৯৯৯-এ কল করে  তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করেন। ১৯ মে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ । এরপর ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এদিকে নোবেলের পেজ থেকে যে ছবিগুলো পোস্ট করা হয়েছে, তাতে ভিন্ন ভিন্ন জায়গায় এই গায়কের সঙ্গে উপস্থিত দেখা গেছে ওই তরুণীকে। এমনকি, ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার ‘মহামায়া’ শিরোনামে গানের রেকর্ডিং এর সময়েও নোবেলের সঙ্গে এই অভিযোগকারিণী স্টুডিওতে উপস্থিত ছিলেন । 

তবে এই বিষয়ে অভিযোগকারীর পক্ষ থেকে এখনো  কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

没有找到评论