বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১১ আগস্ট) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সালাম নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে।
পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মুখোমুখি ধাক্কা খায়। এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর আব্দুস সালাম নামের একজন মারা যান। কুন্দারহাট হাইওয়ে থানার (ওসি) হাফিজুর রহমান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।