নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি :
নন্দীগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তার উন্নয়নের অভাবে ভুগছেন। রাস্তাটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে এবং সামান্য বৃষ্টিতেই এটি জলমগ্ন হয়ে যায়। এই রাস্তার দক্ষিণ প্রান্তে অবস্থিত কলেজপাড়া মসজিদ ও কবরস্থান। ফলে এলাকাবাসীর জন্য মসজিদে নামাজ আদায় করা কিংবা কবরস্থানে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তাটি মাত্র ৫০ ফুট দৈর্ঘ্যের হওয়া সত্ত্বেও এটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে এ রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য। এলাকার বাসিন্দা মো. আনিসুর রহমান বলেন, 'এই রাস্তাটি পাকা করলে আমাদের চলাচলের অনেক সুবিধা হবে। প্রতিদিনের যাতায়াতে আমাদের যে কষ্ট করতে হয়, তা থেকে মুক্তি পাবো।'
স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। তবে ঠিক কবে নাগাদ কাজ শুরু হবে তা স্পষ্ট করে বলা হয়নি।
স্থানীয় প্রতিনিধি ও সমাজকর্মীরা এ সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। উন্নয়নের এই ধীরগতির ফলে নন্দীগ্রামের জনজীবন এবং আঞ্চলিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, নন্দীগ্রামের উন্নয়নে সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা আশা করছেন, শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং জনগণের দুর্ভোগ লাঘব হবে।