ঝালকাঠির নলছিটিতে ভেঙে গেছে আধাপাকা ভবনের পিলার,মরিচা ধরেছে চিনের চালে,দেয়ালে নেই পলেস্তারা । বেরিয়ে গেছে ভেতরের রড।এরই মধ্যে দেখা যাচ্ছে দেয়াল জুড়ে অসংখ্য ফাটল। স্যাঁতসেঁতে পরিবেশ। এমন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা।
এমন চিত্র দেখা গেছে খোদ ঝালকাঠির নলছিটি শহরের পৌর কিন্ডার গার্ডেনে। এই বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা প্রতিদিন এমন ঝুঁকি নিয়ে ক্লাস করছে। জানা যায়,প্রায় দেড় দশক আগে কোমলমতি শিশুদের পড়াশুনার জন্য নলছিটি পৌরসভার জমিতে গড়ে ওঠা স্কুলটি বর্তমানে অভিভাবকহীন। জরাজীর্ণ ভবনে পাঠদান চালু রাখায় শিশুদের ভর্তিকে অনাগ্রহ দেখা যাচ্ছে অভিভাবকদের।
এতে দিন দিন হ্রাস পাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ের সব কটি কক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ভবনে বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। এখানে নতুন ভবন প্রয়োজন।
এই ভবন দিয়ে বর্ষার সময় পানি চুঁয়ে পড়ে। সরেজমিন দেখা যায়, টিনের চাল ও খুঁটির পলেস্তারা খসে পড়েছে। দেয়ালে ঢালাইয়ের রড বেরিয়ে পড়েছে। ভবনটির বারান্দার অবস্থা আরও খারাপ। সেখানে টিনের চালা থেকে বৃষ্টির পানি পড়ে।এতে ব্যাহত হচ্ছে পাঠদান।
দ্রুত ভবন সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। এদিকে কর্তৃপক্ষ আবেদন করলে বিধি মোতাবেক স্কুলের ভবন সংস্কারে কার্যকরী উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নলছিটি পৌরসভার প্রশাসক মো.নজরুল ইসলাম।