close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নকলে বাঁধা দেওয়ায় ঈশ্বরগঞ্জে শিক্ষকের উপর হামলার চেষ্টা..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করতে বাঁধা দেয়ায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকের ওপর হামলার চেষ্টা ও ধাওয়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রত্যাবেক্ষক শিক্ষক শামছুল ইসলাম পরীক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত হওয়ার ভয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। এ ঘটনাটি ঘটেছে সোমবার গণিত পরীক্ষা শেষে স্কুল গেইটে। 

শিক্ষকের দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, এসএসসি গণিত বিষয়ের পরীক্ষায়  ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শামছুল ইসলাম। পরীক্ষা  চলকালীন সময়ে পরীক্ষার্থীরা একে অপরের খাতা দেখাদেখি করে লিখছিল। পরীক্ষা পরিপন্থী কাজে বাঁধা নিষেধ করায় পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে ওই শিক্ষক বাড়ির উদ্দেশ্যে রওনা করলে ক্ষিপ্ত পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে শিক্ষককে লাঞ্ছিত করার জন্য ধাওয়া করে। শিক্ষার্থীদের আক্রমণাত্মক ধাওয়ার মুখে মোটরসাইকেল চালিয়ে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেন।

পরে তিনি বিষয়টি প্রথমে হল সুপার কেন্দ্র সচিবকে জানান। তারা বিষয়টি দেখবেন বলে শিক্ষককে আশ্বস্ত করেন।  পরবর্তীতে বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজারকে অবহিত করলে তিনি লিখিত অভিযোগের পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী এ অভিযোগ দায়ের করেন।  

এ বিষয়ে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ ) ও কেন্দ্র সচিব  মো. সেলিম জানান, বিষয়টি অত্যান্ত ন্যাক্কারজনক। পরিক্ষা শেষে প্রত্যবেক্ষক শিক্ষক এ বিষয়টি জানিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরী বিত্তিতে শিক্ষকদের সাথে কথা বলে কোন কোন শিক্ষার্থী জড়িত তাদের সনাক্ত করে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments found


News Card Generator