close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নিরপেক্ষ নির্বাচনের দাবি;মৌলভীবাজারে বিএনপির শোভাযাত্রা..

Satyajit Das avatar   
Satyajit Das
BNP leaders and activists brought out a victory procession in Moulvibazar demanding the restoration of democracy and a neutral election. The event marked one year of their ongoing movement against the..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জেলা ও পৌর বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রা ও সমাবেশে উত্তাল ছিল রাজপথ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন,“গত বছরের এই দিনে আমরা ফ্যাসিবাদী সরকারের কবল থেকে মুক্তির লক্ষ্যে যে আন্দোলন শুরু করেছিলাম,আজ তা এক বছর পূর্ণ করলো। আমাদের একমাত্র দাবি,নিরপেক্ষ নির্বাচন। বিচার,সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে হবে। সময়ক্ষেপণের আর কোনো সুযোগ নেই।”

 

তিনি আরও বলেন,“এই দাবিতে সারাদেশে অসংখ্য নেতাকর্মী রক্ত দিয়েছে,খুন-গুমের শিকার হয়েছে। লাখো নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। এখন আর দেরি নয়,অবিলম্বে নির্বাচন দিন ঘোষণা করতে হবে।”

 

সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মারুফ আহমেদ। উপস্থিত ছিলেন;জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী,এম এ মুকিত,এডভোকেট সুনীল কুমার দাশ,মো. ফখরুল ইসলাম,বকসী মিসবাহ উর রহমান,এডভোকেট বকসী যুবায়ের আহমদ,শ্যামলী সূত্রধরসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

 

শোভাযাত্রায় উপজেলার ১২টি ইউনিয়নের ১৩টি ইউনিট অংশ নেয়। ব্যানার-ফেস্টুন,ঢাক-ঢোল ও স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। গভমেন্ট স্কুল মাঠ থেকে শুরু হয়ে কুসুমবাগে এসে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

لم يتم العثور على تعليقات