অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়ার হাইকমিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি এ তথ্য জানানা।
সিইসি জানান, সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন। গুরুত্বপূর্ণ কি কি বিষয়ে আমরা সংস্কার করতে যাচ্ছি। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বলেছেন, আমাদের যদি কোন সাহায্যের প্রয়োজন হয় ওনারা জানাতে বলছেন। আমি বলেছি, ইউএনডিপি আমাদের সহায়তা করছেন আপনারা এটা দেখেন। দেখার পরে যদি আপনারা কোন এরিয়ায় ইনভলব হতে চান ইনভলব হতে পারেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, আমরা ভোটার রেজিস্ট্রেশনটাকে মেজর হিসেবে দেখেছি। এটা আমরা অলমোস্ট শেষ পর্যন্ত নিয়ে এসেছি। কেনাকাটার জন্য টেন্ডারের কাজ চলমান রয়েছে। সীমানা নির্ধারণের বিষয়টি আইন সংশোধনের জন্য পাঠানো হয়েছে।
এছাড়া,রাজনৈতিক দল নিবন্ধনের জন্য দুই মাসের সময় বাড়িয়েছি। আচরণবিধি সংশোধন করার চেষ্টা করছি। পর্যবেক্ষকদের নীতিমালা নিয়েও কাজ চলছে।



















