বিএনপি আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সফল করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক অবহিত করার দাবি জানিয়েছে। নির্বাচন নিয়ে স্পষ্ট ও লিখিত ঘোষণার মাধ্যমে অনিশ্চয়তা দূর করতে চান তারা।
আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতেই দেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করার দাবি জানিয়েছেন বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ দাবি জানান।
সালাহউদ্দিন বলেন, “নির্বাচন নিয়ে শুধু আলোচনা নয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অফিসিয়ালি একটি পরিষ্কার বার্তা বা নির্দেশ নির্বাচন কমিশনকে পৌঁছানো এখন সময়ের একান্ত প্রয়োজন। লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর যে প্রতিশ্রুতি এবং সম্মতি তৈরি হয়েছিল, তার ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রমজানের আগেই নির্বাচন আয়োজনের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো উচিত।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত বা বিষয়কে গুরুত্ব দেবে না যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার অফিসিয়াল দপ্তর থেকে নির্বাচন সংক্রান্ত নির্দেশনা বা অনুরোধ আসে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা বা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হলেও তা কার্যকর হবে কেবলমাত্র তখনই, যখন নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।”
বিএনপি নেতা জানান, “আমরা শুনেছি, আগামী ১০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে নির্বাচন সংক্রান্ত ভাষণ দিতে পারেন। কিছু রাজনীতিকও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে এসব আলোচনা কেবল তখনই কার্যকর প্রভাব ফেলবে, যখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তা নির্বাচন কমিশনকে অফিসিয়ালি জানানো হবে।”
সালাহউদ্দিন আরও বলেন, “নির্বাচন নিয়ে বিদ্যমান অনিশ্চয়তা দূর করতে প্রধান উপদেষ্টার স্পষ্ট ও লিখিত ঘোষণার এখন সময় এসেছে। আমরা প্রস্তাব রেখেছি, সংরক্ষিত ৫০টি নারী আসনসহ মোট ৮০টি আসন সরাসরি নির্বাচনের আওতায় আনা হোক। এর মাধ্যমে নারী সমাজের অগ্রগতি দেখা যাবে এবং ভবিষ্যতে এ প্রক্রিয়াটি আরও সম্প্রসারিত করার সুযোগ তৈরি হবে।”
বিএনপি নেতা এই প্রস্তাবনার মাধ্যমে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন এবং স্বচ্ছতার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা দায়িত্বশীল ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবিচল ভূমিকা রাখবেন।