close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে মুক্তিকামী জনতা — সরওয়ার আলমগীর..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
আজগর সালেহী

ফটিকছড়ি পৌরসভা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে পৌরসভার বিবিরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে সরওয়ার আলমগীর বলেন, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের জনগণ এসব ষড়যন্ত্র সম্পর্কে অবগত। কেউ বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না, আবার কেউ বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। অথচ তাদের অতীত ইতিহাস দেশের মানুষ জানে।

তিনি আরও বলেন, জনগণ ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে। এ সময় তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সফল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন এবং যৌথ সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মুনসুর আলম চৌধুরী।

 

没有找到评论