নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

Azizar Rahman avatar   
Azizar Rahman
দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের একদিন পর রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবী রহস্যজনক মৃত্যুর অভিযোগ।..

 

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রোববার (৬ জুলাই) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, গত শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফিরে আসে রানা। পরে সে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। রবিবার সকালে সেই পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তা দেখতে পান।

রানার বাবা ওবায়দুল ইসলাম বলেন, “স্ত্রী বলেছিল রানা গোসল করতে গেছে। আমরা আত্মীয়-স্বজন ও পুকুরে খুঁজেছি, কিন্তু পাইনি। আজ সকালে চোখের সামনে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে আমরা ভেঙে পড়ি।”

এলাকাবাসীরা জানান, যেই পুকুরে রানার মরদেহ পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা ছিল মাত্র কোমর পর্যন্ত। রানা ছিল সাঁতার জানা। তাই এই মৃত্যুকে তারা রহস্যজনক বলে দাবি করেছেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

コメントがありません