close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নিখোঁজের ১ দিন পর ছোট যমুনা নদীতে মিললো প্রতিবন্ধি জুনাঈদের ভাসমান লাশ..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

জয়পুরহাটের পাঁচবিবিতে নিখোঁজের একদিন পর ছোট যমুনা নদীতে থেকে প্রতিবন্ধী জুনাঈদ হোসেন (১২) এর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ধরঞ্জী ইউনিয়নের পার্বতীপুর (গদাইপুর) গ্রামের পাশ দিয়ে বয়ে ছোট যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুনাঈদ ঐ গ্রামের জুয়েল হোসেনের পুত্র বলে জানা গেছে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, জুনাঈদ গতকাল সোমবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ীতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। কোন সন্ধান না পাওয়ায় পরেরদিন মঙ্গলবার (আজ) সকালে পাঁচবিবি থানায় একটি হারানোর জিডি করেন তার বাবা।
এরপর ঐদিন সন্ধ্যায় জমিলা বেগম নামের জনৈক মহিলা ছোট যমুনা নদীতে জুনাঈদের লাশ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন। 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তারিখঃ ১৮/১১/২০২৫

Nenhum comentário encontrado


News Card Generator