নিখোঁজ নাফিউলের সন্ধান চাই পরিবার
ছেলেটির নামঃ-নাফিউল ইসলাম নাফি।
পিতাঃ-সোহেল রানা।
সাংঃ-নারিকেলতলা,
কোর্টপাড়া,কুষ্টিয়া।
গতকাল,শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত আর বাসায় ফেরেনি। তাকে খুজে পেতে সম্ভাব্য সকল যায়গায় খোঁজা খুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
যদি কেউ ছেলেটির খোঁজ পান দয়া করে যোগাযোগ করবেন।
(মোবাঃ-01715448805)