তরিকুল তালুকদার রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পায় না। এমনকি, একাধিকবার অভিযোগ জানানো হলেও স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
একজন ভুক্তভোগী বাসিন্দা জানান, “এখানে প্রশাসন চোখ বন্ধ করে রেখেছে। তরিকুল তালুকদার প্রকাশ্যে জুয়া খেললেও কেউ কিছু বলে না। এটা কি আইন সবার জন্য এক নয়?”
অভিযোগের বিষয়ে তরিকুল তালুকদার বলেন, “সব অভিযোগ মিথ্যা। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।” তিনি দাবি করেন, তার জনপ্রিয়তা হেয় করতে একটি মহল অপপ্রচারে লিপ্ত।
অন্যদিকে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসী দাবি করেছেন, প্রভাবশালীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
সচেতন নাগরিকরা বলছেন, সমাজের নেতৃত্বে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ এবং এটি আইনের শাসনের পরিপন্থী।