close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নেত্রকোনায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৬৫ বোতল মদ উদ্ধার..

Bijoy Chandra Das avatar   
Bijoy Chandra Das
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে বিভিন্ন ব্র্যান্ডের মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িও জব্দ করেন তারা।..

জব্দকৃত ৬৫ বোতল ভারতীয় মদের মধ্যে রয়েছে, আইস ভদকা, অফিসার্স চয়েস, রয়্যাল চ্যালেঞ্জ ও ব্লেন্ডারস প্রাইড মদ। জব্দকৃত এসব মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে।

 

সোমবার (১৪ জুলাই) বিকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

 

তিনি জানান,সোমবার দুপুর দেড়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই বিওপি’র টহল দলটি সীমান্ত পিলার ১১৫০/৪-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নাম এলাকায় মালিকবিহীন ২১ বোতল ভারতীয় আইস ভদকা ও অফিসার্স চয়েস ব্র্যান্ডের মদ জব্দ করে।

 

তিনি আরও জানান, সকাল সাড়ে ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারমারী বিওপি’র ছয় সদস্যের আরেকটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দুর্গাপুর সদর ইউনিয়নে সীমান্ত পিলার ১১৬২/৮-এস হতে আনুমানিক দেড়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নাম এলাকায় মাদক বিরোধী এ অভিযানে মালিকবিহীন ব্যাটারি চালিত অটো ভ্যানসহ আরও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।

Keine Kommentare gefunden