নেত্রকোনা শহরের শহীদ মিনারের পেছনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন আরামবাগ এলাকার এক বাসায় নিজ ঘরে মিলল মাজেদা বেগম (৬০) নামের এক নারীর মরদেহ। পরিবাবারের অভিযোগ চুরি করতে এসে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এদিকে পুলিশ বলছে ক্ষতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা গেছে, আরামবাগ এলাকায় পুরনো তথ্য অফিসের বাসাটিতে মৃত আরজান আলীর স্ত্রী মাজেদা বেগম একাই থাকতেন। তার তিন কন্যার মধ্যে ছোট কন্যা ফারিয়া সুলতানা ইতি ঈদে স্বামী সন্তান নিয়ে ঢাকা থেকে বাসায় আসেন বিকালে। কিন্তু ফজর থেকে মায়ের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। পরে বিকালে পৌঁছে দিতি নামের মেঝো বোনকে ভিডিও কল দিয়ে মাকে দেখাতে চান। এসময় ঘরের পেছনের জানালা খোলা ও দরজা ভাঙ্গা দেখে মোঝো বোন পুলিশে ফোন দেয়। এদিকে তারা ভেতরে ঢুকে মায়ের মৃতদেহ দেখতে পান। এসময় মায়ের কানের দুল ও মোবাইল পায়নি। আলমারির দরজাও খোলা ছিলো। তাদের ধারণা চুরি করতেই শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ জানান, আমরা খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখি বিছানায়। নাক দিয়ে ফেনা ছিলো। মুখের ওপর ছিলো গামছা। প্যাচানো পাইনি। এখন বোঝা যাচ্ছে না। তবে তারা বলছে মোবাইল ও কানের দুল মিসিং আছে। তদন্ত করে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মো: হুমায়ুন কবির নেত্রকোনা থেকে।। ০১৭১৬৩১৩৩৪৬
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली