স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ উদ্দীন আকবর পাড়ার হাফিজুর রহমানের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত থাকার কারণে তার সংসারে নানা অশান্তি চলছিল। দুই বছর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘর আলোকিত করে একমাত্র কন্যা সন্তান জান্নাতুল মাওয়া মিমহা জন্মগ্রহণ করে।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে লোহাগাড়া থানায় খবর দেয়। এরপর এসআই মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মছদিয়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পুলিশ যেখান থেকে শিশুটিকে উদ্ধার করেছে, সেখান থেকে জানা গেছে, মিরাজ উদ্দীন পুলিশ আসার আগেই শিশুটিকে স্থানীয় এক কিশোর রাহাতের হাতে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে তাকে আটক করা হয়।
শিশুটির মা আসমাউল হোসনা বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে মাদক সেবন করত। বাধা দিলে মারধর করত। একপর্যায়ে সে আমাদের শিশুকে বিক্রি করে দিল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আমার সন্তানকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ।”
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “শিশু বিক্রির সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর মায়ের জিম্মায় দিয়েছি। অভিযুক্ত বাবাকে আটক করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”