close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
মাওলানা জিয়াউল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী

আজ (৩১ মে) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতী ইযহারুল ইসলাম চৌধুরী। এছাড়া কাউন্সিলে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় ও মহানগর নেতাসহ বিপুল সংখ্যক ওলামায়ে কেরাম ও কর্মী-সমর্থকগণ অংশ নেন।

কাউন্সিলে আগামী সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে পার্টির সাবেক সভাপতি, হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব, দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা সৈয়দ আব্দুল মালেক হালিম (হাফিজাহুল্লাহ)-এর জামাতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদিস মাওলানা জিয়াউল হুসাইনকে আমির এবং মাওলানা আনওয়ার হুসাইন রাব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির নেতৃত্বে আকাবিরদের স্মৃতিধন্য এ সংগঠন আল্লাহর যমীনে আল্লাহর নেযাম প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। কাউন্সিল শেষে দেশ, জাতি এবং উম্মতের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

Hiçbir yorum bulunamadı