আটক ব্যক্তিদের একজন স্থানীয় একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী, অপরজন সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মোস্তফা শওকত জামান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ রাজিব মোল্লা (৪০) ও শাকিল সিকদার (৩৫) কে আটক করা হয়। পরে তাদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাজিব মোল্লা গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ী গ্রামের বাসিন্দা এবং এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে দুই বছর ধরে কর্মরত। শাকিল সিকদার একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুদ্দুস সিকদারের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, রাজিব মোল্লার মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে আগে জানা ছিল না। এ বিষয়ে বিদ্যালয় কমিটির সভাপতির কাছে অভিযোগ দেওয়া হবে।
পুলিশ জানায়, শাকিল সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকের একাধিক মামলা রয়েছে। রাজিব মোল্লার বিরুদ্ধেও এলাকায় মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
没有找到评论