close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নদীতে জেলের জালে ধরা পড়ল কাছিম

Ranajit Barman avatar   
Ranajit Barman
সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে শনিবার(১৯ এপ্রিল) সকালে এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির এক কাছিম।..

নদীতে জেলের জালে ধরা পড়ল কাছিম

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে শনিবার(১৯ এপ্রিল) সকালে এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির এক কাছিম।

স্থানীয় বাসিন্দা এনজিও কর্মী মনিরুজ্জামান জানান, উপজেলার গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামের দৃষ্টি নন্দন সংলগ্ন এলাকায় সোরা গ্রামের ইয়াকুব বৈদ্যোর ছেলে আলআমিনের খোলপেটুয়া নদীতে পেতে রাখা জালে  কাছিমটি ধরা পড়ে  এবং পরবর্তীতে ভিটিআরটির সহায়তায় কাছিমটি নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কাছিমটির ওজন প্রায় ২০ কেজি।

ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা সনজিত কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে জেলে আলআমিনের জালে কাছিমটি ধরা পড়ে এবং পরবর্তীতে সংবাদ পেয়ে ভিটিআরটির সদস্যবৃন্দ খোলপেটুয়া নদীতে কাছিমটি অবমুক্ত করেন।

উল্লেখ্য যে, ১৭ এপ্রিল সাতক্ষীরারেঞ্জের আওতায় বনবিভাগ কৈখালী ষ্টেশন কর্তৃক উপজেলার কৈখালী এলাকায় একটি পুকুর থেকে বিরল প্রজাতির একটি কাছিম উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।

ছবি- শ্যামনগর খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়া কাছিম।

রনজিৎ বর্মন
তাং-১৯.৪.২৫
মোবা-০১৭১২৪৪৮৯৬০

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator