close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নড়িয়ায় এমপি পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিনের লিফলেট বিতরণ, বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি।..

Md Nahid Hossain avatar   
Md Nahid Hossain
শরীয়তপুর-২ সংসদীয় আসন (নড়িয়া ও সখিপুর) এর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এমপি পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন আজ সকাল ১১টায় নড়িয়া পৌরসভার নড়িয়া বাজারে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সংবাদকর্মীদের সঙ্গে আল..

মোঃ জসিম উদ্দিন বলেন,দীর্ঘদিন প্রবাসে থাকলেও আমি নড়িয়ার সন্তান। ব্যারিস্টার আন্দালিব রহমান (পার্থ ভাই) ও দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে আমার লক্ষ্য হলো এই অবহেলিত এলাকাকে সমৃদ্ধিতে ভরিয়ে তোলা। তিনি আরও বলেন,আমাকে মনোনীত করার জন্য পার্থ ভাই ও দলকে ধন্যবাদ। নড়িয়া বাসী যদি আমাকে সুযোগ দেন, তাদের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্বক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করব।

জসিম উদ্দিন নিজেকে প্রবাসী যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন এবং দলীয় কর্মীবাহিনীর সঙ্গে মাঠে কাজ করছেন বলে জানান। নড়িয়া বাজারসহ শরীয়তপুর-২ আসনের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত সুবিধার অভাব ও জনদুর্ভোগ চিহ্নিত করে তিনি তা সমাধানে অগ্রাধিকারের কথা উল্লেখ করেন। 

লিফলেট বিতরণকালে স্থানীয় বাসিন্দা ও দলীয় সমর্থকদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। অনেকেই নতুন প্রার্থীর প্রতিশ্রুতিতে  আশাবাদ ব্যক্ত করেন, যদিও কিছু উন্নয়নের প্রকৃত বাস্তবায়নের ওপর জোর দেন।

নির্বাচনী প্রচারে তীব্রতা বাড়ানোর অংশ হিসেবে জসিম উদ্দিন আগামী দিনগুলোতে গ্রামীণ অঞ্চলে সরাসরি মতবিনিময় ও সমাবেশের পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। 


শরীয়তপুর-২ আসন নড়িয়া ও সখিপুর ঐতিহাসিকভাবে কৃষি ও নদীভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল, তবে স্থানীয়রা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান ও অবকাঠামোগত সংকটে ভুগছেন। নতুন প্রার্থীর এজেন্ডা এই চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা কার্যকর হয়, তা নির্বাচনই নির্ধারণ করবে। 

মোঃ নাহিদ হোসেন 
নড়িয়া শরীয়তপুর।

没有找到评论


News Card Generator