close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নদী ভাঙনে বিপর্যস্ত মেহেন্দিগঞ্জ: হারিয়ে যাচ্ছে ঘর-বাড়ি, মসজিদ-মাদ্রাসা ও জীবনের শেষ ভরসাটুকু..

Siam Biswas avatar   
Siam Biswas
****

নদী ভাঙনে বিপর্যস্ত মেহেন্দিগঞ্জ: হারিয়ে যাচ্ছে ঘর-বাড়ি, মসজিদ-মাদ্রাসা ও জীবনের শেষ ভরসাটুকু

সিয়াম বিশ্বাস, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

 

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখন নদী ভাঙনের মুখে। প্রতিনিয়ত মেঘনার প্রবল স্রোতে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ বহু স্থাপনা। নদীর করাল গ্রাসে এখন হুমকির মুখে শতাধিক পরিবার, যারা নদী থেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন যুগের পর যুগ।

 

স্থানীয়রা জানিয়েছেন, “আমরা তো নদীর পাড়েই জন্মেছি, নদীর উপরই চলে জীবিকা। কিন্তু এখন এই নদীই আমাদের শেষ আশ্রয়টুকু কেড়ে নিচ্ছে।” অনেকেই চোখে জল নিয়ে বলেন, “আর কিছুই অবশিষ্ট নেই, এবার যদি সরকার এগিয়ে না আসে, তাহলে আমরা পথেই বসে যাব।”

 

বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক দিক থেকে মেহেন্দিগঞ্জ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। চারপাশে নদী ঘেরা হওয়ায় প্রায় প্রতিটি ইউনিয়নেই নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দক্ষিণ উলানিয়া ছাড়াও চরএককরিয়া, কাজিরহাট, লালবাজার, গুজিরপাড়া, আন্ধারমানিকসহ একাধিক এলাকায় ইতিমধ্যে বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

 

স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বাসিন্দারা বলেন, “এখনই যদি নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পুরো মেহেন্দিগঞ্জ উপজেলা মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

 

এমতাবস্থায়, নদী ভাঙন রোধে স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি। শুধু স্থানীয় প্রশাসন নয়, সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ এখন খুবই জরুরি।

No comments found