close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নবাগত ওসির সাথে ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় 

Pavel Mia avatar   
Pavel Mia
ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় 

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন। মঙ্গলবার রাত ৯ টায় নিজ কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন। 

মতবিনিময় কালে ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সহ-সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মাহফুজার রহমান, আইন বিষয়ক সম্পাদক আহসান হাবিব দুলাল, প্রচার সম্পাদক আলমগীর হোসেন আসিফ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজ, আরাফাত হোসেন পাভেল, আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন। 

নবাগত ওসি আব্দুস সালাম ফুলবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় তুলে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এছাড়াও তিনি মাদক কারবারির দৌরাত্ম্য ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন। পাশাপাশি অপরাধ ও মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

Keine Kommentare gefunden


News Card Generator