নবাবগঞ্জে মাটির নিচে ট্যাপেন্টাডলের গোপন ভাণ্ডার, পুলিশের অভিযানে নারী আটক..

Zakariya Al Faysal avatar   
Zakariya Al Faysal
****
জাকারিয়া আল ফয়সাল
নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর প্রতিনিধি
 
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে ১,০০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মনিরা বেগম (২৫) নামের এক নারীকে আটক করা হয়।
 
১২ জুন (বুধবার) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নবাবগঞ্জ থানার অধীন ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়নের দীঘি রত্না এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন নবাবগঞ্জ থানার এসআই মোঃ এমদাদুল হক। সাথে ছিলেন এএসআই মোঃ সেকেন্দার আলী, এএসআই মোঃ মাসুদ রানা, কনস্টেবল হিরন কুমার এবং নারী পুলিশ সদস্য রত্না বেগম, নূর বন্যা ও চম্পা খাতুন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, কুখ্যাত মাদক ব্যবসায়ী জামালের নির্মাণাধীন ভবনের নিচে বিশেষ কৌশলে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সেগুলো উদ্ধার করে। অভিযানের সময় মূল অভিযুক্ত জামাল পলাতক থাকলেও তার ঘনিষ্ঠ সহযোগী মনিরা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
 
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
 
স্থানীয়রা জানান, অভিযুক্ত জামালের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং মাদকচক্রের শিকড় উপড়ে ফেলা হোক।
 
Nenhum comentário encontrado