নাটোরে সড়কে ভয়াবহ দুর্ঘটনা: টায়ার পাল্টাতে গিয়ে পিকআপের ধাক্কায় নিহত ২..

Md Mamun uddin avatar   
Md Mamun uddin
নাটোরে সড়কে ভয়াবহ দুর্ঘটনা: টায়ার পাল্টাতে গিয়ে পিকআপের ধাক্কায় নিহত ২

নাটোরে সড়কে ভয়াবহ দুর্ঘটনা: টায়ার পাল্টাতে গিয়ে পিকআপের ধাক্কায় নিহত ২

নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের একজন আম ব্যবসায়ী এবং অন্যজন পিকআপচালক।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে পাবনার দিকে যাচ্ছিল একটি পিকআপ। নাটোর শহরের কাছাকাছি পৌঁছালে গাড়িটির একটি চাকা ফেটে যায়। এরপর চালক ও ব্যবসায়ী মিলে পেছনে থাকা অতিরিক্ত চাকা লাগানোর কাজ করছিলেন।

ঠিক সে সময় পিছন দিক থেকে আরেকটি পিকআপ গাড়ি এসে জোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ধাক্কা দেওয়া পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতরা হলেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দা আব্দুল মজিদ (৭০) এবং রনি (৩৫)।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক জানান, নিহতদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং ঘাতক গাড়ির সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

کوئی تبصرہ نہیں ملا