নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া) এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হাবিবুর রহমান হাবিব (২২) নামের এক যুবকের মৃত্য হয়েছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া) এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাবিব বিপ্রবেলঘড়িয়া আসামপাড়া গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে। সে একই উপজেলার দিয়ারকাজিপুর (ত্রিমোহনী) বাজারে ব্যবসায়ী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিব নিজ ঘড়ে সিমেন্টের প্রলেপ দেয়া মেঝো ও দেয়ালে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি দিয়ে ভেজানোর সময় সে বৈদ্যুতিক বাল্বের একটি ঝুলন্ত হোল্ডার, যাতে না ভিজে যায় তাই সে সেটিকে এক হাতে নিয়ে অন্য হাতে থাকা পানির পাইপ দিয়ে মেঝো ও দেয়াল ভেজানোর সময় এক পর্যায়ে আরেক হাতে থাকা বৈদ্যুতিক বাল্বের হোল্ডারটি হাত থেকে ভেজা মেঝোতে পরে গিয়ে ভেঙ্গে গিয়ে তাতে থাকা ফেজ তারটি ভেজা মেঝোতে শট সার্কিট তৈরি করে এতে হাবিবুর রহমান হাবিব বৈদ্যুতিস্পৃষ্ট আক্রান্ত হয়ে সজোড়ে দেয়ালে আঘাত পায়, পরে পরিবারের লোকজন মেইন সুইস বন্ধ করে তাকে উদ্ধার করে,নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
হাবিব প্রতিবেশী ওহিদুল ইসলাম জানায় , হাবিব ১৪ দিন আগে বিয়ে করেছে। আজ তার শ্বশুর বাড়ির লোকজন তার বাড়িতে আসার কথা ছিলো।
Ingen kommentarer fundet