নারীদের কর্মসংস্থান তৈরীতে অবদানের জন্য সম্মাননা পেল দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের স্থায়ীত্বশীল ব্যবহারের মাধ্যমে নারীদের কর্মসংস্থান তৈরিতে অবদানের জন্য সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সংঠনের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সভানেত্রী শেফালী বিবি।
সোমবার (১৮ আগস্ট) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন এর সভানেত্রী শেফালী বিবি'র হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
তাকে যৌথভাবে এ সম্মাননা প্রদান করেছেন জাতীয় সবুজ সংহতি, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)। এসময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বারসিক এর পরিচালক পাভেল পার্থ, পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, নগর বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞানী মো. শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সভাপতি শাইখ তাসনীম জামাল, বারসিক উপকূলীয় অঞ্চলের সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।
শেফালী বিবি শুধু একজন বনজীবিই নয়। তিনি একাধারে একজন শিল্পী, একজন ধাত্রীও। নারীর ক্ষমতায়নে অবহেলিত বনজীবী নারীরা সংগঠিত হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবারের আয়বর্ধনমূলক কর্মকান্ডে যুক্ত হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে তারা সক্ষম হয়েছেন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এসব নারী নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সুন্দরবনের সুরক্ষা ও বনজীবীদের জীবনমান উন্নয়নের জন্য উপকূলীয় এলাকায় উদাহরণ তৈরি করেছেন। শতাধিক নারী প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়েছেন। পণ্য বিক্রির লভ্যাংশ বাঘের আক্রমণে স্বামী হারানো বিধবা ও বনজীবী নারীদের সহায়তায় ব্যয় হচ্ছে।
দাতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী শেফালী বিবি ২০১৭ সালে অর্থনৈতিক সাফল্যে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ “জয়িতা” পুরস্কারে ভূষিত হন। শেফালী বিবির জীবনসংগ্রাম ও বনজীবী নারীদের উন্নয়নে তার অবদান তাকে অন্যদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেছে। তিনি নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। বন ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ কাজের মাধ্যমে অন্যান্য নারীরাও উৎসাহিত হচ্ছেন এবং নিজেরাও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
ছবি- নারীদের কর্মসংস্থান তৈরীতে অবদানের জন্য সম্মাননা পেল দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
নারীদের কর্মসংস্থান তৈরীতে অবদানের জন্য সম্মাননা পেল দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন..


Geen reacties gevonden