close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ ধর্ষণ- র‌্যাবের অভিযানে আসামি গ্রেফতার..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, স্টাফ রিপোর্টার

 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন গাবতলী এলাকার গৃহবধূ ধর্ষণ মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) বরিশাল থেকে গ্রেপ্তার র‌্যাব-১১ এবং র‌্যাব-৮ এর যৌথ অভিযানিক দল।

বৃহস্প‌তিবার (১৭ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে বরিশাল কোতোয়ালি থানার নাজির মহল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল গাবতলী প্রাইমারি স্কুলের পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলার একটি কক্ষে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিম ১১ এপ্রিল ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব-১১ তদন্তে নামে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণে অভিযুক্ত মাহিমের সঙ্গে ভিকটিমের বিয়ের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমের বিয়ের পরও মাহিম তাকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। অবশেষে ৭ এপ্রিল তাকে ফুঁসলিয়ে গাবতলীর একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় ধর্ষণ করা হয়। পরে বিষয়টি ভিকটিম তার স্বামী ও পরিবারের সদস্যদের জানালে আইনি পদক্ষেপ নেন।

No comments found